৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

খলেয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল

আমাদের প্রতিদিন
2 weeks ago
75


আঃ রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর সদর উপজেলার, ৫ নং খলেয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ  (০৮ মার্চ) সন্ধায় ভিন্নজগত জামে মসজিদ জামায়াতে ইসলামী খলেয়া ইউনিয়ন শাখার  বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে  এক  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৫নং খলেয়া ইউনিয়নের জামায়াতের ইসলামীর সভাপতি মাওলানা ফজলুল হক সভাপতিত্বে ও সেক্রেটারী মৌলভী মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় ইফতার মাহফিল ও  আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও টিম সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চল এবং রংপুর সদর-৩ আসনের আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার  (আমির) অধ্যাপক  গোলাম রব্বানী,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলার (আমির ) মাওলানা মোঃ মাজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলার সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের ও পাঁচ ইউনিয়নের জামায়াতের সভাপতি / সেক্রেটারী ও ছাত্রশিবির সহ স্থানীয় জামায়াতের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ  দোয়া ও মুনাজাত করা হয়।

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth