ফুলবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি ও বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে র্যালি,ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা ভূমি অফিস চত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউএনও রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা,ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম প্রমুখ।
দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ ,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।