৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

আছিয়ার ধর্ষকের মুত্যুদণ্ড ও সকল ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে রংপুরে বিক্ষোভ

আমাদের প্রতিদিন
1 week ago
116


নিজস্ব প্রতিবেদক:

মাগুড়ার শিশু আছিয়া হত্যা চেষ্টাকারী ও ধর্ষকের মৃত্যুদণ্ড প্রদান এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সকল ধর্ষণের বিচার নিশ্চিতের দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ধর্ষণ ও নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে মঙ্গলবার ( ১১ মার্চ) দুপুরে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে। এসময় তারা লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে খামার মোড় ঘুরে লালবাগের বাঘ ভাস্কর্যের সামনে মানববন্ধন সমাবেশ মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক নাবির হোসেন, শিক্ষার্থী রিনা মুরমু, মিথিলা আক্তার, কেয়া খাতুন, হ্যাপী প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের বড় অংশগ্রহণ ছিল। তখন তারা রাতের বেলা ঘর থেকে বেরিয়ে আন্দোলন করলেও কোন ধর্ষণ কিংবা নির্যাতনের ঘটনা ঘটেনি। জনতার সরকারের আমলে কেন একের পর ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা থাকলেও দৃশ্যমান তেমন কোন উদ্যোগ আমরা দেখতে পারছি না। অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth