৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার

আমাদের প্রতিদিন
1 week ago
41


কুড়িগ্রাম প্রতিনিধি: 

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের কুড়িগ্রাম উপ শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) কুড়িগ্রাম জেলা শিশু পরিবারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন শিশুদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোঃ হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের কুড়িগ্রাম উপ শাখার ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মুহীদ এবং মার্কেটিং অফিসার মোঃ বাবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্বের অংশ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। শিশুদের মুখে হাসি ফুটানোই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসব্যাপী দেশব্যাপী সকল জেলায় এ ধরনের কর্মসূচী পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth