পুলিশ কর্মকর্তা শিবলির বিরুদ্ধে যত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলি কায়সারের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া গেছে, এর আগে রংপুরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে জাহাজ কোম্পানী মোড়ে হামলায় গুরুতর আহত হন রংপুরের জিয়া মঞ্চের নেতা লুসার আহমেদ। এই ঘটনায় দায়েরকৃত মামলায় ব্যবসায়ী অমিত বণিককে আসামী করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার নিজে থানায় উপস্থিত হয়ে আসামীর তালিকা থেকে অমিত বণিকের নাম কেটে দেন। এসময় একজন বিএনপি নেতা নাম কাটার বিরোধিতা করলে উল্টো ওই নেতাকেই মামলা দিয়ে জেলে ঢুকানোর জন্য ওসিকেও নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই কর্মর্তার বিরুদ্ধে রাঙ্গামাটির সার্কেল এসপি থাকাকালীন সময়ে সেই সময়কার পুলিশ সুপারের গায়ে হাত তোলার অভিযোগে বিভাগীয় প্রসেডিং হয়েছিল। এছাড়াও একজন ডিআইজির সাথেও অপেশাদার আচরণের কারণে প্রসেডিং হয়েছিল। বিগত আওয়ামীলীগ সরকার আমলে সুসম্পর্কের জেরে ওই দুটি প্রসেডিং থেকে তিনি নিজেকে রক্ষা করেন।