মকছেদুল হক সভাপতি ও মুহাম্মদ বাবুল হোসেন সম্পাদক নির্বাচিত

তারাগঞ্জ হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় হাড়িয়ারকুঠি বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) স্থানীয় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপি আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মাকদুম আলম। হাড়িয়ারকুঠি বিএনপির আহবায়ক ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। বিষেশ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, এ্যাডভোকেট আফতাফ উদ্দিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু প্রমুখ।
নির্বাচনে মকছেদুল হক সভাপতি ও মুহাম্মদ বাবুল হোসেন সাধারন সম্পাদক ও ইলিয়াস হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।