১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

তারাগঞ্জে আগুনে পুড়ল কৃষকের দুই ঘর

আমাদের প্রতিদিন
1 month ago
213


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে লুৎফর হোসেন নামের এক কৃষকের দুইটি ঘর ও আসবারপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন নিয়ে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মী প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।   সোমবার (১৭মার্চ) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম রহিমাপুর ঝাঁড়পাড়া গ্রামের কৃষক লুৎফর হোসেনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইউপি সদস্য যাদু মিয়া জানান, কৃষকের স্ত্রী মনিরা বেগম তার ৫ বছরের ছেলে মাহমুদ হাসানকে বাড়িতে রেখে তামাকের কাজ করছিলেন। দুপুরে ঘরে আগুন জ্বলতে দেখে দৌড়ে গিয়ে মা মনিরাকে খবর দেয়। এসময় কৃষকের ঘরে আগুন দেখে গ্রামের লোকজন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারাগঞ্জ ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কৃষক লুৎফর হোসেনের দুইট টিনের ঘর, আসবারপত্র, ধান, চাল, আলুসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের কৃষক মতিয়ার রহমান বলেন, আগুনের ফুল্কি যদি ফায়ার সার্ভিস তারাতারি না আসতো তাহলে গ্রামের বেশ কয়েকজন কৃষকের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে যেত।  

 

      

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth