৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

বীরগঞ্জে  ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত:আহত অপর আরোহী

3 weeks ago
55


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় রাহুল ইসলাম (১৮)নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন রবি রায় (১৮)নামে আরও একজন আরোহী।

নিহত রাহুল ইসলাম বীরগঞ্জ পৌর শহরের ৩নং ওয়ার্ডের মোঃ হাসেম আলীর ছেলে এবং আহত রবি রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের নির্মল রায়ের ছেলে।

শনিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মটর সাইলেক নিয়ে নিজবাড়ী হতে রবি রায় তার বন্ধু রাহুল ইসলামকে নিয়ে বীরগঞ্জ উপজেলা সদরে যাচ্ছিল। পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় একটি অটো রিক্সাকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাহুল ইসলাম মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় রবি রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

বীরগঞ্জ থানার এসআই রায়হান সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth