৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

চিলমারীতে মসজিদ ভিত্তিক শিক্ষায় শিক্ষকদের বেতনের দাবী

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
3 weeks ago
37


কুড়িগ্রামের চিলমারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষকরা।আজ রোববার দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন তারা। সেখানে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ ইউসুফ আলী,সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন,সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মুকুল,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষক আশিকুল ইসলাম আশিক,হাফেজ আলী আকবর,মাওলানা আতিকুর রহমান,জাকিউল ইসলাম বকুল প্রমুখ। মানববন্ধন শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন তারা।

বক্তারা বলেন,১৯৯৩ সাল হতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি শুরু হয়ে প্রতি ৫বছর পর নবায়ন হয়। এভাবে ৭বার প্রকল্পের মেয়াদ নবায়ন হয়ে গত ডিসেম্বর মাসে ৭ম পর্যায়ের মেয়াদ শেষ হয়। এ প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৭৬টি মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে ৭৬জন শিক্ষক তাদের পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে।গত ডিসেম্বর মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হলে ৮ম পর্যায়ে তা আর নবায়ন হয়নি। ফলে ৩মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় ওই শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে।পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন ও বোনাস প্রাপ্তীসহ প্রকল্পটি স্থায়ী করনের দাবী জানান তারা

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth