১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

বিনামূল্যে চাল নিতে গিয়ে বীরগঞ্জে অসুস্থহয়ে এক বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
1 month ago
48


দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চাল নিতে গিয়ে  অসুস্থহয়ে  মোঃ এছা উদ্দিন (৭০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মোঃ এসার উদ্দিন উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্ধ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে।

প্রতিবেশী মোঃ রেজাউল ইসলাম জানান, রবিবার  দুপুরে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে  ২০২৪-২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে জনপ্রতি ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়। সেখানে চাল নিতে যান এছা উদ্দিন।  এ সময় লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। উপস্থিত লোকজন  মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসাপাতালে নিয়ে আসার আগেই উনার মৃত্যু হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth