১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

রংপুরে আউট সোর্সিংয়ে ন্যাস্ত করার ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
1 month ago
70


ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্প আউট সোর্সিংয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুরের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৩ মার্চ) বেলা ১২ টায় রংপুর ডিসি অফিসের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ। বেলা   ২ টা পর্যন্ত চলা মানববন্ধনে অংশ নেন জেলার ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকল্পের দেড় হাজার নারী ও পুরুষ কর্মকর্তা-কর্মচারী। এসময়  সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সভাপতি জিয়াউর রহমান, সহ সভাপতি নুরে আলম সিদ্দিকি, রেজিনা বেগম, একরামুল হক, রেজাউল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে প্রান্তিক পর্যায়ে কোরআন শিক্ষা, বাল্য বিবাহ সন্ত্রাসবাদ এবং সকল হিংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্পে ইসলামিক স্কলাররা কাজ করেয যাচ্ছেন। কিন্তু  ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদিরা এই প্রকল্পটি আউটসোর্সিংয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশের এক লাখ আলেম ওলামাকে সরকারের বিপক্ষে দাড় করানোর চেস্টা করছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে তাদের চাকরি রাজস্বখাতে হস্তান্তর এবং ঈদের আগে বকেয়া বেতন ভাতার দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। পরে তারা  প্রধান উপদেস্টার কাছে ডিসির মাধ্যমে  স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth