৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

সভাপতি চাঁদ সরকার, সম্পাদক আইয়ুব আলী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
3 weeks ago
331


গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন এবং গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন হয়েছে। রোববার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসায় নির্বাচনের মাধ্যমে উপজেলা কমিটির নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চাঁদ সরকার সভাপতি ও আইয়ুব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের মতো তফসিল ছিল এই উপজেলা কমিটি নির্বাচনে। গত ০৯ মার্চ (রোববার) তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন তিন দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স। ব্যালটের মাধ্যমে দুপুর ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। উপজেলার ৯ ইউনিয়নের মোট ৬৩৯ জন ভোটার ছিলেন।

নির্বাচনে আগামীর নের্তৃত্ব দিতে ৫ টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী ৪ জন। সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন। সাধারণ সম্পাদক পদে ২ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রোববার রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

সভাপতি পদে চাঁদ সরকার ছাতা প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট। নিকটতম প্রার্থী  ওয়াহেদুজ্জামান মাবু চেয়ার প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট। সিনিয়র সহসভাপতি পদে শফিকুল ইসলাম চান মই প্রতীকে পেয়েছেন ৩০২ ভোট। নিকটতম প্রতিদ¦ন্দ্বী আসাদুজ্জামান রাফু মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আইয়ুব আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট। নিকটতম প্রতিদ¦ন্দ্বী আখেরুজ্জামান মিলন ঘোড়া প্রতীকে ৩০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল বারী বেলাল মাছ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট। নিকটতম প্রতিদ¦ন্দ্বী আশরাফুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট। সাংগঠনিক পদে আপেল মাহমুদ উড়োজাহাজ প্রতীকে ২৯৭ ভোট পেয়ে ১ম। এবং মিজানুর রহমান লুলু তালাচাবি মার্কায় ২৬০ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আইয়ুব আলী'র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth