কিশোরগঞ্জে ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জে দারিদ্র বিমোচণে ২০ জন ক্ষুদ্র উদ্দ্যোক্তার মাঝে ১৫ হাজার টাকা করে ঋন দেয়া হয়েছে। সোমবার দুপুরে যুব উন্নয়ন অফিসে ঋণের চেক বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীন, এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন বাবু ও উদ্দ্যোক্তাগণ। এর আগে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ৫ দিন ব্যাপি ঋণ কর্মসুচী বাস্তবায়ন ও কেন্দ্র গঠন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদের হাতে এ চেক তুলে দেয়া হয়।