৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

গঙ্গাচড়ায় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
3 weeks ago
270


প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, মডেল প্রেসক্লাব গঙ্গাচড়া,রংপুর এই তিন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গঠিত গঙ্গাচড়া উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ এর উদ্যোগে গঙ্গাচড়া উপজেলার প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

এতে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম।

উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও কোষাধ্যক্ষ সবুজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি'র দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য গোলাম রব্বানী রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন, আসাদুজ্জামান আসাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth