লাইট হাউজের যুব-কিশোরীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে যুব ও কিশোরীদের সমন্বয়ে অনলাইন ফোরাম গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে (২৭ মার্চ) লাইট হাউজের আয়োজনে ইনক্লসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন, আর্টিকেল ১৯ ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে ভোকেশনাল মোড় এলাকার অ্যাড্ভান্স প্রি-ক্যাডেট স্কুলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সকল উপজেলার যুব ও কিশোরীরা।
এ সময় বক্তব্য রাখেন, নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ, জেন্ডার ফোকল পারসন ওয়াহিদা ইয়াসমিন ও প্রকল্প সমন্বয়বারী জাহাঙ্গীর আলম। এছাড়াও সকল উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।