১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

অতিরিক্ত গরম ও তাপ অনুভব হবার পর একটু সস্থির হিমেল বাতাস

2 weeks ago
73


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্বাধীন হবার পর বিগত দিনগুলোর মধ্যে এবারী সবচেয়ে মাত্রা অতিরিক্ত গরম ও তাপ অনুভব হবার পর একটু সস্থির হিমেল বাতাস বইতে শুরু করেছে রংপুর শহর।  উত্তরবঙ্গের মধ্যে যে গরম ও তাপ অনুভূত এলাকা লালপুর। তার চেয়েও এই অঞ্চল তপ্ত হয়ে উঠছে দিনের পর দিন। গরম ও তাপ অনুভব হয় তা মূলত পরিবেশ দূষণ ও ইটভাটার কারণ। পরিবেশ পরিজাত নষ্ট হওয়ার অন্যতম কারণ বলে পরিবেশবিদ গণ মনে করছেন। রোজার ঈদের আগে লোহানীপাড়া জোনে যেভাবে ফরেস্ট উজাড় হতে দেখা গেছে ও যাচ্ছে সে হারে রোপণের চিন্তা ও উদ্যোগ শুধু প্রকল্পেই সীমাবদ্ধ। বাস্তবে কতখানি আমলে আসছে দেখার বিষয়। যে হারে বৃক্ষ নিধন হচ্ছে আর তাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। রংপুর এতে পৃথিবীর উষ্ণতম অঞ্চলগুলোর মধ্যে ঢাকার পর প্রথম সারির বলাই চলে। আশা করা যায় বাংলাদেশ এ পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে পারে তা আশা জাগানিয়া। সমাধানের পথ তরুণদের হাতে। বাংলাদেশের তরুণ যুবকদের দেখানো পথেই তাকিয়ে দেখছে আগামীর পরিবেশ বান্ধব বাংলাদেশ। রংপুরে সচেতন মহল বাংলাদেশ সরকারের কাছে কিছু আশা ও হতাশা ব্যক্ত করতে চায়। তিস্তা প্রকল্পের নামে যে করুন দশা আমাদের চোখে তা দেশের জন্য কতটা সস্থ্যি দায়ক । তাও ভেবে দেখা দরকার। কারণ দেশ সবার।     

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth