৩০ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৪ ডিসেম্বর, ২০২৫ - 14 December, 2025

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের

7 months ago
303


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ফেডারেশন হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা ও রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মোঃ নাহিদ হাসান।

আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুল রহমান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রিপন প্রমুখ।  এ সময় ৩০জন নারী প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth