৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

লালচাঁদপুরে দীর্ঘ ৩০ বছর পর সরকারি রাস্তা উদ্ধার

1 month ago
143


পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার, ৫ নং খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দীর্ঘ ৩০ বছর পর শলেয়াশাহ বাজারের পিছনে ছোট  ক্যালেন থেকে নেকিরহাট যাওয়া বড় ক্যালেন পর্যন্ত সরকারি  রেকটি রাস্তা উদ্ধার করেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মাজেদ৷এ রাস্তাটি দীর্ঘ ৩০ বছর থেকে মানুষজন দখল করে চাষাবাদ করে আসতেছেন৷ রংপুর সদর উপজেলার সহযোগিতায় রাস্তাটি সরকারি প্রকল্পে মাটি ফেলে জনগণের চলাচলের জন্য উপযোগী করেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মাজেদ৷ লালচাঁদপুর ও মহেশপুর গ্রামবাসীরা বলেন রাস্তাটি  আগে ছিল আমরা এ রাস্তা দিয়ে চলাচল করেছিলাম৷ দীর্ঘ ৩০ বছর পর রাস্তাটি করায় মহেশপুর ও লালচাঁদপুর গ্রামের মানুষজন অনেক খুশি তাদের আর ঘুরে বাজার আসতে হবে না৷ এদিকে রাস্তাটি উদ্ধার করায় ইউপি সদস্য আব্দুল মাজেদকে ধন্যবাদ ও অভিনন্দন জানান গ্রামবাসীরা৷ ইউপি সদস্য আব্দুল মাজেদ সাংবাদিকে বলেন মানুষজন যেসব রাস্তা দখল করেছে তা উদ্ধার কাজ চলমান রয়েছে৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth