কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারে তিনজন নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। আজ ১৩ মে সকালে উপজেলার শহীরবাগ ইউনিয়নের জুম্মারপাড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২) তার ছেলে রহমত (২) ও ভাতিজি বড়ভাই আনারুল ইসলামের মেয়ে ও মীরবাগ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার সিনহা। আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম।
কাউনিয়া থানার এসআই শাহানুর জানান, সকাল সোয়া নয়টার দিকে আশরাফুল তিনি স্ত্রী, সন্তান ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে মোটর সাইকেলে উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। জুম্মারপাড় এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটি পড়ে গেলে তিন আরোহী রাস্তার উপরে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত বাস রাস্তার উপরে পরে থাকা মোটরসাইকেলে তিন আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যায়। রাস্তার পাশে পড়ে যাওয়ায় আহত হন আশরাফুল মোটরসাইকেল চালক। স্থানীয় লোকজন আহত আশরাফুলকে এবং নিহতদের লাশ উদ্ধার করে।
মোটর সাইকেল চালক আহত আশরাফুল ইসলাম বলেন, তিনি যখন উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তখন তার মোটর সাইকেলের সামনে একটা মাহিন্দ্র গাড়ী ছিল। মহাসড়কে দ্রুত গতিতে চলা মাহিন্দ্র গাড়ীটি হঠাৎ বেরেক করায় তিনি মোটরসাইকেলটি থামানোর চেষ্ঠা করেন। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় এসময় মোটরসাইকেলটি ছিলিপ কেটে পড়ে যায়। তিনি রাস্তার পাশ থেকে উঠে দেখেন তার স্ত্রী সন্তান ও ভাতিজির নিথর দেহ পড়ে আছে সড়কের উপর।
মীরবাগ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এসএসসি পরীক্ষার্থী আফসানা আক্তার সিনহা লেখাপড়ায় খুবই ভালো ছিল। সবার সঙ্গে হাসিখুশিতে কথা বলতো। তার মর্মান্তিক মৃত্যুতে তারা সবাই শোকাহত।
স্থানীয়রা জানান, মহাসড়কে কাকড়া গাড়ীগুলো মাটি পরিবহন করায় বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এছাড়া
দুই লেনের আঞ্চলিক মহাসড়কে অল্প গতির ও দ্রুত গতির ছোট ছোট গাড়ী গুলো চলাচলের কারণে প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে। আজকে দুর্ঘটনায় বাসের চাপায় স্বামী বেঁচে গেলেও চলে গেল তিনটি প্রাণ। আমরা এমন দুর্ঘটনা দেখতে চাইনা। দুর্ঘটনা রোধে আঞ্চলিক মহাসড়কে ছোট ছোট গাড়ী চলাচল বন্ধের দাবী জানান তারা।
কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক আইনের ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
তবে এ বিষয়ে জানতে বেলা দুইটার দিকে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ফোন রিসিভ না কারায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।