১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

বিরামপুরে আলুর বাজারে ধ্বস

1 month ago
76


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলায় ব্যাপক হারে আলু আবাদের ফলে এবার আলু বাজারে ধ্বস নেমেছে। বুধবার (১৪ মে) বিরামপুর শহরের পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে মাত্র ৫ টাকা কেজি দরে।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ২ হাজার ৫৯০ হেক্টর জমিতে ৬২ হাজার ১১৫ মেট্রিক টন আলুর আবাদ হয়েছে। তবে স্থানীয়দের মতে, গত বছর আলুর উচ্চ মূল্য বিরাজ করায় উপজেলার কৃষকরা সরকারি হিসাবের অনেক বেশি জমিতে আলু রোপন করে। আর এই বিপুল পরিমাণ উৎপাদিত আলু নিয়ে কৃষকরা একরকম বিপাকে পড়েছে। বুধবার বিরামপুর পাইকারি কাঁচা বাজারে কার্টিনাল জাতের ছোট আকারের আলু ৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা কাঁচা বাজারের দোকানী সাজ্জাদ হোসেন জানান, বড় আকারের কার্টিনাল জাতের আলু ৭/৮ টাকা কেজি এবং সর্বোচ্চ ভালো মানের ষাটাল জাতের আলু ১০/১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিনাইল ইউনিয়নের মোহনপুর গ্রামের কৃষক জহির মণ্ডল জানান, গ্রামাঞ্চলের হাট-বাজারে বড় আকারের কার্টিনাল জাতের আলু ৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth