৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জমিতে পাকা ঘর নির্মান অব্যাহত

1 month ago
215


নিজস্ব প্রতিবেদক:

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জমি জবরদখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রংপুর মহানগরীর হাজীরহাট থানার অভিরাম গ্রামে।

অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৫ মে) সরেজমিন উপস্থিত হলে দেখা যায় বিবাদমান অভিরাম মৌজার ৫২ নং খতিয়ানের ৯৪৩ নং দাগে একটি পাকা ঘর নির্মান অব্যাহত রয়েছে। এসময় ওই ঘরের মালিক ওই গ্রামের শরৎ চন্দ্র রায়ের ছেলে অভিযুক্ত নকুল চন্দ্র রায় (৪৬) বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে। তবে বাদীপক্ষ মাত্র ৩ শতক জমির দাবীদার। কিন্তু ওই দাগে এখনও আমার অনেক জমি আছে। তারা চাইলে সেখান থেকে ৩ শতক জমি নিতে পারে। তাতে আমার আপত্তি নাই।

নিষেধাজ্ঞা জানার পরও সেখানে পাকা ঘর নির্মান করে আদালতকে অবমাননা করেছেন কি না, জানতে চাইলে নকুল চন্দ্র রায় কোন সদুত্তর দিতে পারেন নি।

বিবাদমান ওই জমিতে পাকা ঘর নির্মান শুরু করলে প্রতিকারের জন্য মন্দিরের পক্ষে একই গ্রামের নারায়ন চন্দ্র রায় (৪৬) হাজীরহাট (আরপি.এমপি) থানায় গত ২৫ এপ্রিল অভিযোগ করলেও থানা পুলিশ কোন পদক্ষেপ নেন নি বলে নারায়ন চন্দ্র রায় অভিযোগ করেন।

এ বিষয়ে হাজীরহাট (আরপি.এমপি) থানার অফিসার ইনচার্জ মামুন শাহ জানান, আমি অভিযোগ পেয়ে সরজমিন উপস্থিত হয়ে উভয় পক্ষকে আদালতের নির্দেশ মেনে স্থিতিঅবস্থা বজায় রাখতে বলেছি। এর কোন ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth