লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মা-ছেলের

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। শনিবার (১৭ মে) সকালে ওই উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে এক ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি দৌড়াদৌড়ি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে যান জামাল হোসেন (৩০)। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকা পড়েন। এরপর জামালের মা কমলা বেগম(৭০) ছেলেকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আটকা । পরে জামালের বোন নাজমা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মা ও ভাইকে সরিয়ে নেন। কিন্তু ততক্ষণে দুজনেই মৃত হয়। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।