৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

কালীগঞ্জে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

1 month ago
318


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও গারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ও সেশন পরিচালনা করেন। আরো সেশন নেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় রয়েছে ছিলেন নাজনীন সুলতানা, কালীগঞ্জ উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প। কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ২ টি ইউনিয়নের সদস্যদের করে নিয়ে ৪ ব্যাচে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ আগামী ২৫ মে সমাপ্ত হবে। এছাড়া লালমনিরহাট জেলার সদর, আদিতমারী, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় একইভাবে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে সহযোগিতা করছে ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth