গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক কমিটি পূর্ণগঠন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিবকে প্রধান সমন্বয়ক করে গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক কমিটি পূর্ণগঠন করা হয়েছে। সোমবার রাতে গণঅধিকার পরিষদের অফিশিয়াল প্যাডে দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে প্রধান সমন্বয়ক ১জন। সমন্বয়ক ৭জন।
কমিটির সমন্বয়করা হলেন- গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মোনাফ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন, সদস্য হাজী মো. কামাল হোসেন, শাহজাহান চৌধুরী, বিএম আমিনুল ইসলাম (আমিন), আশরাফুল আলম।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ আন্দোলনে আমরা সম্মিলিত ভাবে রংপুরকে ঐক্যবদ্ধ রেখেছি। ২০২৪ এর জুলাই আগস্টের বিপ্লবে নেতৃত্বের ধারা অব্যাহত ছিলো। বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মানে আমাদের পথচলা। একই সাথে উত্তরাঞ্চল রংপুর নেতৃত্ব শূণ্য অবস্থায় রয়েছে। যার কারণে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন তেমন ভাবে ঘটেনি। আমরা আমাদের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য কাজ করতে গণঅধিকার পরিষদের নেতৃত্ব বিকশিত করতে চাই। রাজনৈতিক নানান চড়াই-উতরাই পেরিয়ে অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে তরুণ নেতৃত্ব তৈরি এবং রাজনৈতিক ভাবে গণঅধিকার পরিষদকে গণমানুষের আস্থা বিশ্বাসের দল তৈরিতে আমি সবাইকে নিয়ে কাজ করবো।