৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

রংপুরে টিআরসি পদে লিখিত পরীক্ষা ডিভাইস ব্যবহার করে নকল করায় পরীক্ষার্থী ও সহযোগী আটক

3 weeks ago
89


নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার সকাল ১০টায় রংপুর  পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে রংপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে  নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test--এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত পরীক্ষা পরিদর্শন করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি  আমিনুল ইসলাম  এবং রংপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন।

মঙ্গলবার সকাল ১১.১০ ঘটিকায় লিখিত পরীক্ষা চলাকালীন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভাষা ভবনের ২য় তলার ২০১৩ নম্বর কক্ষে পরীক্ষার শর্ত ভঙ্গ করে অভিযুক্ত পরীক্ষার্থী ১। মো. নাঈম ইসলাম (১৯) পিতা- মো. একব্বার ইসলাম, মাতা- মোছা. লাইলী বেগম, সাং-কদমতলী, হরিদেবপুর, ডাকঃ হরিদেবপুর, থানা- কোতয়ালী, জেলা- রংপুর কৌশলে গোপনে তার ব্যবহৃত এনড্রয়েড জবফসর অ৩ মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে ইন্টারনেট ডাটা সংযোগে ইমো এ্যাপ্সের মাধ্যমে কেন্দ্রের বাইরে অবস্থানরত বন্ধু অভিযুক্ত ২। মো. হাসানুর (২২) পিতা- মো. পেয়ারুল ইসলাম, মাতা- মোছা. নাজমা বেগম, সাং-ফকিরান, কদমতলী, ডাক- হরিদেবপুর, থানা-কোতয়ালী, জেলা- রংপুরকে পাঠায়। ২নং অভিযুক্ত হাসানুর প্রশ্নের ছবি দেখে উত্তর বের করে সেই উত্তরের ছবি ব্যক্তিগত রঢ়যড়হব-১৩ মোবাইল ফোনে তুলে ১নং অভিযুক্তের মোবাইল ফোনে ইমো এ্যাপ্সের মাধ্যমে পাঠালে ১নং অভিযুক্ত তার নিকট থাকা উত্তরপত্রের নিচে তার ব্যবহৃত মোবাইল ফোন লুকিয়ে রেখে গোপনে দেখে উত্তরপত্রে লিখতে থাকে। বিষয়টি সেখানে কর্তব্যরত পরীক্ষকের চোখে ধরা পড়লে, তাকে জিজ্ঞাসাবাদে জানা যে, মূসা নামের আরও একজন বন্ধুর সহযোগিতায় টাকার বিনিময়ে পরীক্ষা কেন্দ্র থেকেই প্রশ্নপত্রের ছবি তুলে পাঠালে তার বন্ধু হাসানুর উত্তরের ছবি তুলে পাঠায়। আটকৃত অভিযুক্ত নাঈম ইসলাম এর দেয়া তথ্য মতে রংপুর জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) অমিত পার্থ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২নং অভিযুক্ত মো. হাসানুর (২২)কে আটক করেন। পলাতক সহযোগী অভিযুক্ত মূসা’কে আটকের চেষ্টা অব্যাহত রেখে কক্ষ ইনচার্জ পুলিশ পরিদর্শক(সশস্ত্র) আইনুল হক আটককৃত উভয় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাদী হয়ে কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে লিখিত অভিযোগ করেন এবং আটককৃতদ্বয়কে থানায় সোপর্দ করেন।

পরীক্ষা কেন্দ্রে আরো উপস্থিত ছিলেন  মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর; মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) গাইবান্ধা;  শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর;  মো. মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল), কুড়িগ্রাম; আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর মহোদয়সহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীগণ আগামী ২৯ মে ২০২৫ খ্রি: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth