কালীগঞ্জে বোরো ধান,চাল সংগ্রহ ২০২৫’এর উদ্বোধন

সাব্বির আহমেদ লাভলু,লালমনিরহাট:
লালমনিরহাট জেলার কালীগঞ্জে কৃষকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীণ বোরো ধান ও মিলারদের কাছথেকে চাল সংগ্রহ ২০২৫ এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কালীগঞ্জ উপজেলা এলএসডি গুদামে এ কার্যক্রমের উদ্ভোদন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাকিয়া সুলতানা, এ সময় উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এনামুল হক, কাকিনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বকশী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধান ও চাউল ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
চলতি বোরো মৌসুমে কালীগঞ্জ উপজেলায় কৃষকের কাছ থেকে ৯৮৮ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি দরে এবং ৯১৫ মেট্রিক টন চাল ব্যবসায়ীদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।