৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

ফুলছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

2 weeks ago
30


ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম তানভীর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার, ফুলছড়ি থানার এসআই আয়নাল হক প্রমুখ। সভায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ সুস্থ জীবনযাপনের ভিত্তি। পুষ্টির অভাব শরীর ও মনের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা এবং সকল বয়সী মানুষের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি। কিশোর-কিশোরী, শিশু ও মা-বোনদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি সরকারি নীতিমালা ও পরিকল্পনা সম্পর্কে জনগণের মাঝে প্রচার জোরদার করতে হবে। বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth