৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

বিরামপুরে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

2 weeks ago
38


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামে দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দিলরুবা নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। সে ঐ গ্রামের দোলোয়ার হোসেনের একমাত্র মেয়ে।

মৃতের পিতা দোলোয়ার হোসেন জানান, তার মেয়ে দিলরুবা বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১০টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করছিল। পাশে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা বেঁধে রাখার ঝুলন্ত দড়ি ছিল। দিলরুবা সেই দড়ির ফাঁসে মাথা ঢুকিয়ে টানাটানি করার ফলে গলায় ফাঁস এঁটে যায়। দিলরুবাকে সাথে সাথে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়না তদন্তের জন্য তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth