রাজারহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯মে) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালী কমপ্লেক্স চত্বরে প্রদর্শিত হয়। পরে কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা গোলাম রসুল রাখির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আনিছুর রহমান লিটন, স্যানেটারী ইন্সপেক্টর মো. আব্দুল লতিফ প্রমূখ। বক্তারা বলেন, পুষ্টি হলো জীবনের মৌলিক চাহিদার অন্যতম। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। এ ছাড়া যত্র-তত্র পশু জবাইয়ের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করেন। সভায় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করেন। শেষে হাইজিন কিটস বিতরন করেন অতিথিবৃন্দ।