রংপুরে শিবিরের হেল্প ডেস্কে ব্যবসায়ীদের হামলা,বিক্ষোভ আটক ২

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রংপুরে শিবিরের হেল্প ডেস্কে ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মহানগর ইসরামী ছাত্র শিবির। এ ঘটনায় দুই ফুচকা ব্যবসায়কে আটক করেছে পুলিশ।
রংপুর নগরীর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখার জন্য শিবিরের তৈরি হেল্প ডেস্কে হামলা চালিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (৩১ মে) সকালে রংপুর মহানগরের হনুমানতলা রোডের চিড়িয়াখানার সামনে এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় প্রতিবাদে রংপুর মহনাগর ইসলামী ছাত্র শিবির সন্ধ্যায় ৬ টায় নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে।
ফুচকা ব্যবসায়ী রিয়াজুল সোহেল রানা নামে ২ জন আটক করা হয়েছে। পরে রংপুর প্রেসক্লাবের সামনে শিবির নেতারা এক পথ সভায় অংশ নেন। এসময় বক্তরা বলেন, চিড়িয়াখানায় পতিত সরকারের দোসরা এখনো তাদের সিন্ডিকেট পরিচালনা করে আসছে। তাদের এই সিন্ডিকেট ৭২ ঘন্টার মধ্যে যদি ভেঙ্গে না দেয়া হলে তারা আন্দোলনের মা্ধ্যমে তা রুখে দেয়া হবে। তারা আরও বলেন, শিবিরে গায়ে হাত দিয়ে আগুনে হাত দিয়েছেন্। তার জবাব শিবির দিয়ে দেবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পূর্বে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলা চালিয়ে শিক্ষার্থীদের রাখা বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
পরে পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীর।
শিক্ষার্থীদের জন্য তৈরি হেল্প ডেস্কে হামলার বিষয়ে রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহামুদুল হাসান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তীইচ্ছুক
পরীক্ষার্থীদের সুবিধার্থে রংপুরের যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে সেসব স্থানে আমরা বিনা মূল্যে হেল্প ডেস্ক স্থাপন করেছি। কিছু ব্যবসায়ীও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক তৈরি করেন। কিন্তু আমাদের হেল্প ডেক্সের কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়।
সে জন্য হঠাৎ অতর্কিতভাবে ১৫-২০ জন ছেলে সন্ত্রাসী স্টাইলে শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালান। তারা স্থানীয় সাইকেল গ্যারেজের লোকজন। সুষ্ঠু তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
শিবিরের হেল্প ডেস্কে ব্যবসায়ীদের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
তিনি বলেন, ‘ছাত্রশিবির কর্মীদের ওপর হেল্প ডেস্ক তৈরি করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী হামলা চালান। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। এরই মধ্যে জড়িতদের ২ জনকে আটক করা