৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

ডোমারে জমিয়ত মহাসচিব আফেন্দীর নিজ অর্থায়নে এ্যাম্বুলেন্স সেবা চালু

2 weeks ago
18


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে নিজ এলাকার মানুষের জন্য সেবামূলক বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিজ অর্থায়নে স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা' চালু করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

শুক্রবার (৩০শে মে) রাতে উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী ও তার ছোটভাই প্রকৌশলী জাহিদুল ইসলামের পক্ষ থেকে চালুকৃত 'আফেন্দী এ্যাম্বুলেন্স সেবা'-এর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমেরিকা প্রবাসী জাহিদুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ বিন আলম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি রিয়াজুল ইসলাম রাজু রুহানী, আলহাজ্ব সাইফুল ইসলাম প্রমুখ।

যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, মানবসেবা ইসলাম ধর্মের অন্যতম মহান শিক্ষা। পবিত্র কুরআন ও হাদীস শরীফে সেবামূলক কার্যক্রমের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। দীর্ঘ দুই যুগ থেকে চলে আসা বহুমুখী সামাজিক কর্মসূচির সাথে আজ আমরা এ্যাম্বুলেন্স সেবাটি যুক্ত করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া চাই- আগামী দিনগুলোতে আমরা যেন আমাদের পরিচালিত সেবামূলক কর্মকাণ্ডে আরো ব্যাপকতা আনতে পারি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth