তারাগঞ্জে সাপের কামড়ে সাপুরের মুত্যু

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে সমির উদ্দিন মন্ডল (৭০) নামের এক সাপুড়ে নিজের পোষা গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে। নিহত সমির উদ্দিন মন্ডল উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গুচ্ছগ্রামের বাসিন্দা। গতকাল রবিবার সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাপুড়ে সমির উদ্দিন মন্ডল দীর্ঘদিন থেকে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে সাপের খেলা দেখাতেন। রবিবার (১ জুন) ওই সাপুড়ে তার নিজবাড়িতে সংগ্রহে থাকা একটি গোখরা সাপ হাতে নিয়ে সকাল সাড়ে ১০টার বাইরে বের হওয়ার হঠাৎ তাকে কামড় দেয়। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের লোকজন প্রথমে ওই সাপুড়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অশস্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল করেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।