উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুলাল চন্দ্র ওই এলাকার সচীন চদ্রের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে সচীন চন্দ্র জমিতে ধানের বীজ রোপণের জন্য পানির প্রয়োজনে বিদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।