৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গ্রাম পুলিশের বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, শ্যালক আটক

1 week ago
33


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ তার শ্যালককে আটক করেছে।

আটক শ্যালক শাকিল উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের বাবর আলীর ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়নের নামেদ আলী চৌকিদারের ছেলে গ্রাম পুলিশ আনারুল ইসলামের শ্যালক।

সোমবার(২ জুন) উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পরিষদের দফাদার নামেদ আলীর অবসর জনিত কারনে স্বীয় পদে নিয়োগ পান তার ছেলে আনারুল ইসলাম। গ্রাম পুলিশের চাকুরি পেয়েই মাদক কারবারিদের সাথে সখ্যতা গড়ে তুলে অল্প সময়ে অঢেল সম্পদ গড়ে তোলেন আনারুল। শুরু করেন মাদক ব্যবসা। গ্রাম পুলিশের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাবে না এমন ধারনা থেকেই মাদকের নিরাপদ আস্তনা গড়ে তুলেন নিজ বাড়িতে।

এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ আনারুলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। পরিস্থিতি বুঝতে পেয়ে পালিয়ে রক্ষা পান আনারুলসহ মিলন নামে এক ক্রেতা। বাড়ি তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় আনারুলের শ্যালক শাকিলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক শাকিল এবং পলাতক গ্রাম পুলিশ আনারুল ও মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক বলেন, 'যারা রাস্ট্রীয়  পোশাক পড়ে রাষ্ট্রের সাথে বেঈমানী করে।তাদেরকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা। গ্রাম পুলিশ আনারুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth