৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

ফুলবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

1 week ago
42


আঞ্চলিক প্রতিনিধি :  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু উপস্থাপন করেন সহকারী প্রগ্রামার প্রকৌশলী আজমল আফসার। পরে উন্মুক্ত আলোচনা স়ভায় শিক্ষার্থী সাদিদ,মনির,আতিকা তাসনিম, প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান নয়ন, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল,ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুস ছালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: হাসান খায়ের চৌধুরী বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth