১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ফুলবাড়ীতে সীমান্তে আলো ছড়াচ্ছে অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন

2 weeks ago
198


আঞ্চলিক প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৪ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (০৪ জুন) দিনব্যাপী অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ সুলতান আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন। তিনি বলেন, "এই অঞ্চলের শিশুরা যে প্রতিকূল পরিবেশের মধ্যেও এমন সৃজনশীলতা ও মেধার পরিচয় দিচ্ছে, তা নিঃসন্দেহে গর্বের বিষয়। এ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভিত গড়ে দিতে অসামান্য ভূমিকা রাখছে।"

বিশেষ অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার কুদরত আলী বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই প্রতিষ্ঠান সেই মেরুদণ্ড শক্তিশালী করতে নিরলস কাজ করছে। আমরা যারা প্রবীণ, তারা চাই ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হোক।"

গংগারহাট এম এ এইচ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার রায় বলেন, "এই ধরনের উৎসব শিশুমনে শিক্ষার প্রতি আকর্ষণ ও আগ্রহ সৃষ্টি করে। বিদ্যালয়ের পরিবেশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক।"

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারা পারভীন বলেন, "আমরা শিশুদের মেধা, মনন ও মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব দিচ্ছি। শিক্ষক-অভিভাবক সম্মিলিত চেষ্টায় শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।"

অনুষ্ঠানে অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ জাইদুল ইসলাম জব্বার বলেন, "প্রতিষ্ঠান শুরুর সময়টা ছিল কঠিন। কিন্তু আজ আমাদের ২০০’র বেশি শিক্ষার্থী এবং মেধাবী ফলাফলই প্রমাণ করে—মানসম্মত প্রাথমিক শিক্ষা এখান থেকেই শুরু হতে পারে। আমরা ভবিষ্যতে আরও শ্রেণি ও সুবিধা বাড়াতে চাই।"

সভাপতির বক্তব্যে মোঃ সুলতান আলী বলেন, "আমরা চেষ্টা করছি সীমান্তবর্তী অঞ্চলের শিশুদের জন্য একটি আদর্শ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। আপনারা পাশে থাকলে এই প্রতিষ্ঠান একদিন উপজেলার গর্বে পরিণত হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, স্থানীয় চিকিৎসক জাহাঙ্গীর আলম, ভেটেরিনারি চিকিৎসক আব্দুল মোতালেব, সহকারী শিক্ষক লাইলী খাতুন, সুজন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি, সংগীত ও নাটিকা উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনন্তপুর মেধা বিকাশ কিন্ডার গার্টেন আবারও প্রমাণ করল, প্রত্যন্ত অঞ্চলেও সঠিক উদ্যোগ ও দিকনির্দেশনা থাকলে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় সাফল্য অর্জন সম্ভব।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth