কাউনিয়ার হারাগাছে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪ নারী-পুরুষ আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে আরপিএমপি থানা পুলিশ। তাঁদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তাদের আরপিএমপি আইনের ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
আজ ১৬ জুন সোমবার রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস মেনাজ বাজার বাধেরপাড় এলাকার মোঃ আনোয়ার হোসেন (৪২), কসাইটারীর মোঃ রাজু (৩৫), ঠাকুরদাস গোন্ডেনের ঘাট বাংলা বাজারের মোঃ মজনু মিয়া (৫৭) ও বদরগঞ্জ উপজেলার শ্যামপুর মোছাঃ সুমাইয়া (৩০)।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই আক্তারুজ্জামান জানান, গতকাল রবিবার রাতে হারাগাছ পৌর শহরের বাংলা বাজার এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাড়ীতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী সহ চারজনকে আটক স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ মাধ্যমে খবর পেয়ে সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে। আটক চারজনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৭৫ ধারায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।