২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

3 weeks ago
39


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ আরাফ হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মোঃ আরাফ হোসেন উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মোঃ মাহফুজার রহমানের ছেলে এবং আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

রবিবার রাতে ১১টায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোঃ ফজলে আলম শাহীন জানান, রবিবার রাতে নিজ শয়ন কক্ষের বেডসুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোঃ আরাফ হোসেন। পরিবার লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিদ্যালয়ে পক্ষে তার আত্মার মাগফেতার কামনা করে বিশেষ কর্মসূচী ঘোষনা করা হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth