৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরে প্রায় আড়াই কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৪

3 weeks ago
104


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে র‌্যাবের অভিযনে ৩৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ২৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেন। ৩৯৭ বোতল ফেনসিডিলের মূল্য ১ কোটি ১৯ লাখ ১ হাজার টাকা ও সাড়ে ২৫ কেজি গাঁজার মূল্য ১ কোটি ২০ হাজার টাকা। বৃহস্পতিবার বিকেলে রংপুর ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, দিনাজপুরে কোতয়ালী থানার ১০নং কমলপুর ইউপিস্থ দাইনুর দক্ষিণ পাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জনৈক তোজাম্মেল হক মাষ্টার এর গভীর নলকুপ ঘরের ভিতর অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন-দিনাজপুরের দাইনুর দক্ষিণ পাড়া (বোচা পুকুর) এলাকার হবিবর রহমানের ছেলে মোজাহার আলী (৪২) ও ৯নং আস্করপুর ইউপি জামালপুর সারকুড়ী এলাকার মাজেদুর রহমানের ছেলে শাজাহান আলী (৩৫)।

এদিকে বৃহস্পতিবার লালমনিরহাটের কালিগঞ্জে মাদকবিরোধী অভিযানের ৩নং তুষভান্ডার ইউপির ৮নং তালুকবানী নগর সালেমা অটো রাইস মিল লিমিটেডের সামনে একটি মাইক্রোবাস তল্লাশি করে সাড়ে ২৫ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাস জব্দসহ ২ মাদক কারবারীকে আটক করছে।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার নয়াপাড়ার তৌহিদুল ইসলামের সজিব ইসলাম (২৭) ও জমিলাপুরের মৃত সায়েদ আলীর আশরাফুল ইসলাম (২৫)। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth