হত্যা মামলায় বেরোবির সহকারী অধ্যাপক মাহমুদুল হক কারাগারে

নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তি হওয়া ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হক কে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক সোয়েবুর রহমান এ আদেশ প্রদান করেন। পরবর্তি ২ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। এর আগে বিকেলে রংপুর নগরীর ধাপের নিজ বাসা থেকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ। সম্প্রতি ৩ জুন মহানগর হাজির হাট থানায় দায়ের হওয়া ছমেস হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় তিনি এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি।