৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

রংপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ প্রাইভেটকার আটক, থানায় মামলা

3 weeks ago
54


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক ও থানায় মামলা রুজু করা হয়।

রংপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুন রাত সাড়ে ১১ টার দিকে রংপুরের কাউনিয়া থানার এসআই মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন হাইওয়ে-০২ পার্টির সঙ্গে মাদক উদ্ধার অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে সাহাবাজ মৌজাস্থ কাউনিয়া দাখিল মাদ্রাসার সামনে কুড়িগ্রাম-লালমনিরহাট টু রংপুরগামী মহাসড়কের উত্তর দিক থেকে আসা ১টি পুরাতন লাল-কালো রঙের প্রাইভেটকার (যার রেজি: নং বগুড়া-গ-১১-০০৫৮) থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভিং সীটে বসে থাকা অজ্ঞাতনামা অভিযুক্ত চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে তার প্রাইভেটকারটি দ্রুত থামিয়ে রাস্তার উপর ফেলে রেখে কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। তার পিছনে ধাওয়া করে তাকে চেনা সম্ভব না হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করে প্রাইভেটকারটির পিছনের ডালায় বিশেষ কায়দায় রক্ষিত লাল পলিথিনে মোড়ানো পাটের সুতলি দ্বারা বাঁধা সাদা ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৩টি পোটলায় (৫কেজি+৩কেজি+৩কেজি) মোট ১১ (এগারো) কেজি গাঁজা উদ্ধার করেন এবং প্রাইভেটকারসহ ঘটনাস্থলেই বিধি মোতাবেক জব্দ করে থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। পলাতক অভিযুক্তকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth