৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

৬ দফা দাবীতে গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

2 weeks ago
41


গাইবান্ধা প্রতিনিধিঃ

নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ,১৪ তম গ্রেড প্রদান,ইন-সার্ভিস ডিপ্লেমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দদফা দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২৪ ঁজুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ ঘন্টা এ কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মন্ডল,সহ-সভাপতি মাছুমা খাতুন,সধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া ও অর্থ সম্পাদক জহুরুল হকসহ অন্যরা।  বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth