রংপুরের মানুষের আস্থার জায়গায় পরিনত হয়েছে সেনাবাহিনী.... ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনী রংপুর এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেছেন, রংপুরের মানুষ খুবই ভালো ও শান্তি প্রিয়। তাদের সহযোগীতার কারণে রংপুরের মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে হয় তারই জন্য আমরা আজ এখানে।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন) সকালে নগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) প্রাঙ্গণে আয়োজিত আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, রথযাত্রায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে সার্বিক সকল সহযোগীতার জন্য। এতে আপনাদের পক্ষ থেকেও সহযোগীতা থাকতে হবে। রথযাত্রার সময় আপনারা রাস্তার দু-সাইড দখল করবেন না। রাস্তার এক পাশ্ব দিয়ে রথযাত্রা নিয়ে যাবেন ও ফিরে আসবেন। হিংসাত্বক বা উসকানীমূলক কোন কর্মকান্ড করবেন না।
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, সব ধর্মের মানুষের উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্য বক্তারা আসন্ন রথযাত্রা উপলক্ষে সব ধর্মের মানুষের সহনশীলতা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু সাজ্জাদ নোয়াব, লেফটেন্যান্ট মাহি আজমাইন-উল-করিম, মেজর শিহাবুন সাকিব রুশাদ।
ধর্মসভার সভাপতি গোবিন্দ গিরিধারী দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক চিন্ময় নিতাই দাস ব্রহ্মচারী, রংপুর মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামজীবন কুন্ডসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।