আলমবিদিতর ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নে দ্বি-বার্ষিক (জুলাই ২০২৫ - জুন ২০২৭) ভিডব্লিউবি প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লটারীর মাধ্যমে ৩০০ জন সুবিধাভোগী নির্বাচন করা হয়। ইউনিয়নের ভোটার সংখ্যার ভিত্তিতে ৯টি ওয়ার্ডের সুবিধাভোগীর সংখ্যা নির্ধারন করা হয়।
সুবিধাভোগী নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন আলমবিদিতর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার , প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ মিয়া, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও সুবিধাভোগী আবেদনকারিনীরা।