২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

গঙ্গাচড়ায় সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে রাজবল্লভ সঃপ্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

1 week ago
201


নির্মল রায়:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই রয়েছে পাকা রাস্তা। ওই রাস্তায় নেই কোন গতিনিরোধ ব্যবস্থা। এছাড়াও বিদ্যালয়টির মাঠের পাশে রাস্তার ধারে নেই কোন সীমানা প্রাচীর।

মাঠে অ্যাসেম্বেলি ও খেলার সময় হঠাৎ করেই ঢুকে পড়ে মোটর সাইকেল, বাই-সাইকেলসহ বিভিন্ন যানবাহন। তাই বিদ্যালয় মাঠে সর্বদাই শিক্ষার্থীদের থাকতে হয় ঝুঁকিতে।

১৯০৬ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এখন পর্যন্ত বিদ্যালয়টির চারপাশে সীমানা প্রাচীর দেওয়া হয়নি।

সীমানা প্রাচীর হলেই শিক্ষার্থীরা নিরাপদ থাকবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।  

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ হোসেন বলেন, ঝুঁকি নিয়ে সহপাঠীদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে হয়। খেলাধুলা করা অবস্থায় প্রায় অটোরিকশা ও মোটরসাইকেল ঢুকে পড়ে। মাঠের এক পাশে রাস্তা ও অপর পাশে বাজার থাকায় এসব যানবাহন হুট করে ঢুকে পড়ে। আমরা খেলাধুলার জন্য নিরাপদ মাঠ চাই।

পঞ্চম  শ্রেণির শিক্ষার্থী ছামিউল ইসলাম জানান, মাঠে খেলাধুলার পাশাপাশি সড়ক পারাপার হতে আমাদের অনেক ভয় লাগে। আমাদের বিদ্যালয়ের পাশে যেমন সীমানা প্রাচীর প্রয়োজন, তেমনি রাস্তার ওপর স্পিড ব্রেকার দেওয়ার জোর দাবি করছি।

রাজবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম জানান, বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের পিটি করানো অবস্থায় হুটহাট করে মোটরসাইকেল ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন  ঢুকে পড়ে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিদ্যালয়টির সীমানা প্রাচীর দেওয়া খুব জরুরি। সীমানা প্রাচীর হলেই আমাদের ছাত্র-ছাত্রীরা মাঠে নিরাপদে খেলাধুলা করতে পারবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth