২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ

1 week ago
62


খবর বিজ্ঞপ্তির:

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গত মঙ্গলবার রাতে সংগঠনের অফিস মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবনির্বাচিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা। অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

নির্বাচন পরিচালনা কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

প্রধান নির্বাচন কমিশনার: (সাবেক সভাপতি) সামসুল হক, সহকারী নির্বাচন কমিশনার: মাসুম হোসেন ফাওলা, মঞ্জু মিয়া, বাবুল মিয়া ও আমিনুর ইসলাম

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফুল কিশোর, সাবেক কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার সামসুল হক বলেন, "২০২৫ সালের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। ভোটার তালিকা যাচাই-বাছাই, ব্যালট প্রস্তুতকরণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ প্রতিটি ধাপে স্বচ্ছতা রক্ষা করবো।

তিনি আরও বলেন, "নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ পাবেন। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য-এটাই আমাদের অঙ্গীকার।” কোনো অনিয়ম বরদাশত করা হবে না। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth