৩১ আষাঢ়, ১৪৩২ - ১৫ জুলাই, ২০২৫ - 15 July, 2025

স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায়  উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

2 weeks ago
24


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা চত্ত্বরে, উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ হয়।

এতে অংশ নেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও   উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাও. মো. মশিউর রহমান, এনসিপি উলিপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাও. মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মতলেবুর রহমান, বাসদ নেতা সাঈদ আমীন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারী, জহুরুল হক, শারমীন সুলতানা, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ জেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা শাখার আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম, যুগ্ন-আহ্বায়ক গফফার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উলিপুর উপজেলা গঠিত তার মধ্যে ৮টি ইউনিয়ন নদ-নদী দ্বারা বেষ্টিত। উপজেলার অধিকাংশ মানুষ বন্যা ও খরা মোকাবিলা করে জীবনযাপন করে। জেলার দরিদ্রতম উপজেলা উলিপুরে মতো পিছিয়ে পড়া উপজেলাকে এই কর্মসূচির বাইরে রাখা চরম বৈষম্য ও অবিচার। অবিলম্বে উলিপুর উপজেলাকে স্কুল ফিডিং তালিকায় অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ অভিভাবকগণ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।##

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth