রংপুর সদর সাব–রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ যোগদান

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর সাব –রেজিষ্ট্রার হিসেবে সুব্রত কুমার সিংহ যোগদান করেছেন। সাব–রেজিষ্ট্রার হিসেবে সুব্রত কুমার সিংহ যোগদান পর থেকে সেবা গ্রহীতাদের সেবার মান যেমন বেড়েছে তেমনি ভোগান্তি কমেছে কয়েকগুন।পাল্টে গেছে জমি রেজিষ্ট্রেশনের কাজে সেবার মান। এখন জমির রেজিষ্ট্রেশন শেষে ক্রেতা, বিক্রেতা ও স্বাক্ষিগণ বাড়ী ফিরছেন হাসি মুখে। সাব–রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ বলেন আমি সততার সাথে সাধারন মানুষের সেবা প্রদান করবো। নতুন কর্মস্থলে রংপুর সদর এলাকার মানুষের জমি সংক্রান্ত সেবা দিতে প্রশাসন, মিডিয়া কর্মী,দলিল লেখক সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে রংপুর সদর সাব–রেজিষ্ট্রার হিসেবে সুব্রত কুমার সিংহ যোগদান করাই রংপুরের দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার পাগলাপীর রংপুর প্রতিনিধি মোঃ আব্দুর রহিম পক্ষে থেকে অভিনন্দন।