রংপুরে গণমাধ্যমকর্মীদের নৌকা ভ্রমণে পারিবারিক মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে আষাঢ়ের শুরুতেই গণমাধ্যমকর্মীদের নিয়ে নৌকা ভ্রমণ গত শনিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুর ঘাটে অনুষ্ঠিত হয়। নৌকা ভ্রমণের আয়োজন করে সিটি প্রেসক্লাব রংপুর। গণমাধ্যমকর্মীদের পরিবারের সদস্যরা এ ভ্রমণে অংশগ্রহণ করেন। দুপুরে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ সিটি প্রেসক্লাবের কার্যালয় থেকে যাত্রার শুরুতেই ভ্রমণের উদ্বোধন করেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। মহিপুর ঘাটে নৌকা ভ্রমণের আগে দিকনির্দেশনা প্রদান করেন ক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। ৩টি নৌকার বহরে রওয়ানা হন গণমাধ্যকর্মী ও পরিবারের সদস্যরা। মহিপুর ঘাট থেকে চর চল্লিশ সালে দেয়া সংক্ষিপ্ত বিরতি। সেখানে সকলেই আড্ডায় মেতে উঠেন। চা নাস্তার পর্বের মাঝেই চলে গান বাজনা আর রম্য কৌতুক পর্ব। সারাক্ষণই সকলেই মেতে থাকেন ফটো ভিডিও আর সেলফিতে। সন্ধ্যায় নৌকা ভ্রমণ শেষে প্রীতিভোজের মেতে উঠেন সকলেই। অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা জানান, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। বর্ষায় নদীতে পানি বেশী থাকলেও আমরা প্রস্তুতি নিয়ে সাবধানতা অবলম্বন করে প্রোগ্রাম শেষ করেছি। সারাদিন খবরের ব্যস্ততায় পরিবারকে সময় দেয়া কঠিন হয়ে পড়ে। এধরণের নৌকা ভ্রমণ আয়োজন করায় সিটি প্রেসক্লাবকে আমরা ধন্যবাদ জানাই। এটি শুধু ভ্রমণ নয় একই সাথে মিলন মেলা। সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী জানান, আমরা সব সময় ব্যতিক্রমী কিছু উদ্যোগ গ্রহণ করি। অনুষ্ঠান সফল করতে স্থানীয় প্রশাসনসহ যারা সহযোগিতা করেছেন সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই।