২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

ডোমার বিএডিসি খামারে ধইঞ্চা মাড়াই এর পাশাপাশি চলছে আউশ ধান বীজ রোপনের প্রস্তুতি

1 week ago
117


সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার বিএডিসিতে ব্যাপক ভাবে চলছে ধইঞ্চা মাড়াইয়ের কাজ। অপর দিকে আউশ ধান বীজ রোপনের জন্য প্রস্তুত করা হচ্ছে জমিগুলোকে।

জমির উর্বরতা বৃদ্ধির জন্য আলু চাষের জমিগুলো পতিত ফেলে না রেখে সেই জমিগুলিতে ধইঞ্চা চাষ করা হয়েছে, এবং ধইঞ্চা প্রায় ৫০ থেকে ৬০ দিনের মাথায় ৫ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হওয়ায় তা মাড়াই করে জমিনের উর্বরা শক্তি বৃদ্ধির জন্য মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার ৩০শে জুন ডোমার বিএডিসি উৎপাদন খামারে সরেজমিনে গিয়ে ধইঞ্চা মাড়াইয়ের চিত্র দেখা মেলে।

এবিষয়ে ডোমার বিএডিসি উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা জানায়, খামারে প্রায় দুই শত পঞ্চাশ একর জমিতে পুর্বের ন্যায় এবারও ধইঞ্চা চাষ করা হয়েছে।

তিনি আরও জানান এই খামারের মাটি বেশির ভাগ বেলে বা বালু মাটি হওয়ায় আমরা সবুজ সার হিসেবে ধইঞ্চা চাষ করলে উক্ত জমিতে নাইট্রোজেন যোগ করে জমির উর্বরতা বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এর পাশাপাশি এই ধইঞ্চা মাটিতে মিশিয়ে দেওয়ার পর আমরা প্রায় ২শত একর ব্রি ধান ৯৮ জাতের আউশ ধান বীজ রোপণ করেছি যাহার উৎপাদন লক্ষ্য মাত্রা প্রায় ২ শত ৬০ মেট্রিকটন ধরা হয়েছে। তবে তিনি  ধারণা করছেন আবহাওয়া অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth